অ্যাকসেসিবিলিটি লিংক

এ্যাকাডেমী পুরস্কারে ভুষিত সঙ্গীত রচয়িতা জেমস হর্ণার বিমান দূর্ঘটনায় নিহত


James Horner holds up two Oscars after winning for Best Original Song and Original Dramatic Score for his work on the movie "Titanic," at the 70th Annual Academy Awards, March 23, 1998.
James Horner holds up two Oscars after winning for Best Original Song and Original Dramatic Score for his work on the movie "Titanic," at the 70th Annual Academy Awards, March 23, 1998.

এ্যাকাডেমী পুরস্কারে ভুষিত সঙ্গীত রচয়িতা জেমস হর্ণার এক বিমান দূর্ঘটনায় নিহত হয়েছেন। Titanic ছবির জন্যে হর্ণার দু’টি অস্কার লাভ করেন। একটি পান সিলীন ডিওনের গাওয়া my heart will go on গানটির জন্যে এবং আর একটি ছবির সঙ্গীত রচনার সুবাদে। হর্ণার Apollo 13," "Braveheart," "Field of Dreams," "Aliens" এবং "Avatar." ছবির জন্যেও অসকার মনোনয়ন লাভ করেন।

৬১ বছর বয়সি হর্ণার নিহত হন লস এ্যাঞ্জেলেসের ১ শ’ ষাইট কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলে একটি এক ইঞ্জিনের বিমান বিধ্বস্ত হয়ে সোমবার দিন। বিমানে তিনি একাই ছিলেন।

XS
SM
MD
LG