অ্যাকসেসিবিলিটি লিংক

পরিবর্তন ঘটছে যুক্তরাষ্ট্রের মানব সম্পদের


পরিবর্তন ঘটছে যুক্তরাষ্ট্রের মানব সম্পদের। কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে চাকুরীর সুযোগ আবার কিছু খাতে কমে যাচ্ছে।

শ্রম বিভাগের করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় ২০২৪ সাল নাগাদ পন্য প্রস্তুতকারী শিল্পে চাকুরীর সুযোগ কমতে থাকবে। বিশ্লেষকরা বলছেন যন্ত্রের আধুনিকায়ন এবং রোবোট প্রযুক্তির ব্যাপক প্রসারের কারনে এই খাতে মানুষের কাজের যায়গা সংকুচিত হচ্ছে।

শ্রম বিভাগ বলছে নির্মান শিল্পেও অনুরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ২০২৪ সাল নাগাদ এই শিল্পে মোট ৮ লক্ষ নতুন চাকুরীর সংস্থান হতে পারে, যা এ শিল্পে কাজের সংস্থানের গতানুগতিক বাস্তবাতার চেয়ে অনেক কম।

বলা হয়েছে সামনের দিনগুলোতে সেবা আতে চাকুরীর সংখ্যা বাড়বে। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল খাত হচ্ছে স্বাস্থ্য ও সমাজ কল্যান। স্বাস্থ্যখাত ভবিষ্যতে সবচেয়ে দ্রুত বর্ধমান খাত। আগামী আট বছরে এই খাতে ২৩ লক্ষ নতুন চাকরীর সংস্থান হবে বলে গবেষণায় উল্লেখ করা হয়।

XS
SM
MD
LG