অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে পেশমার্গা সেনাদের ওপরে রাসায়নিক অস্ত্র ব্যবহার


যুক্তরাষ্ট্র বলছে জার্মান কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী ইরাকে ইসলামিক ষ্টেট জঙ্গিরা এ সপ্তাহের গোরার দিকে কুর্দি সেনাদের ওপরে যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে সে বিষয়টি তারা খতিয়ে দেখবে।্

জার্মান প্রতিরক্ষা দপ্তরের পক্ষে যারা কুর্দি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা জানিয়েছেন, বুধবার ইসলামিক ষ্টেট দলের সংগে লড়াইএ প্রায় ৬০ জন পেশমার্গা সৈন্য রাসায়নিক অস্ত্রে আঘাতে অসুস্থ হয়ে পরছেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এলিষ্টিয়ার বাসকি বৃহস্পতিবার জানিয়েছেন যে ওয়াশিংটনের আক্রমণ সংক্রান্ত আরও তথ্য প্রয়োজন। তিনি বলেন, আমরা ক্রমাগত এই তথ্য নিতে থাকব এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের যেকোনো অভিযোগও আমরা অত্যন্ত গুরুতর ভাবে নিচ্ছি

জাতিসংঘ নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়েল বলেন, আমেরিকা এই অভিযোগ খতিয়ে দেখছে।

XS
SM
MD
LG