অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা বলেছেন ইরানের সঙ্গে পারমানবিক আলোচনায় উল্লেখযোগ্য ব্যাবধান রয়ে গেছে


Iran's Foreign Minister Mohammad Javad Zarif (L) meets with U.S. Secretary of State John Kerry (R) at talks between the foreign ministers of the six powers negotiating with Tehran on its nuclear program in Vienna, July 13, 2014.
Iran's Foreign Minister Mohammad Javad Zarif (L) meets with U.S. Secretary of State John Kerry (R) at talks between the foreign ministers of the six powers negotiating with Tehran on its nuclear program in Vienna, July 13, 2014.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে পারমানবিক আলোচনার মেয়াদ রবিবারের চুড়ান্ত সময়সীমার পরেও সম্প্রসারিত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুধবার মি ওবামা বলেন প্রকৃত অগ্রগতি হয়েছে। কিন্তু এখনও উল্লেখযোগ্য ব্যাবধান রয়ে গেছে।

তিনি বলেন ইরানের সঙ্গে আলোচনা এবং কংগ্রেসের সঙ্গে সলা পরামর্শ চলতে থাকবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও তার শরীকরা সিদ্ধান্ত নেবে যে আরও সময়ের প্রয়োজন আছে কিনা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এ সপ্তাহে বলেছেন যে এই প্রক্রিযা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী একই সুপারিশ করবেন।

ইরান ইউরেনিয়াম পরিশোধন সীমিত রাখবে এবং তার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল থাকবে সেই চুক্তির মেয়াদ জুলাই মাসের ২০ তারিখে শেষ হয়ে যাবে। ব্রিটেন চীন ফ্রান্স জার্মানি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা ইরানের সঙ্গে আরও দীর্ঘ মেয়াদের চুক্তি সম্পাদনের জন্য কাজ করছে।

XS
SM
MD
LG