অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইরান, ইরানের পারমানবিক কার্যক্রম নিয়ে দুদিনের সরাসরি আলোচনা সোমবার শুরু করেছে


FILE: A bicyclist passes the nuclear power plant just outside Bushehr, Iran, on Oct. 26, 2010. U.S. and Iranian representatives plan to meet before the next round of nuclear talks with world powers.
FILE: A bicyclist passes the nuclear power plant just outside Bushehr, Iran, on Oct. 26, 2010. U.S. and Iranian representatives plan to meet before the next round of nuclear talks with world powers.
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ইরানের পারমানবিক কার্যক্রম নিয়ে দুদিনের সরাসরি আলোচনা সোমবার শুরু করেছেন। একটা সার্বিক আন্তর্জাতিক চুক্তি অর্জনের লক্ষ্যে, ৭ সপ্তাহের চুড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জিনিভায় ওই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ডেপিউটি সেক্রেটারি উইলিয়াম বার্ন্স এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচী।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাশটনও আলোচনায় অংশ নেবেন।

এর আগে অ্যাশটন P5+1 group এর আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। P5+1 এ আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স এবং জার্মানি।
XS
SM
MD
LG