অ্যাকসেসিবিলিটি লিংক

নেতানিয়াহু পুন:নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে পারমানবিক চুক্তি আলোচনায় প্রভাব পড়বে না


যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রনালয় জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে চলমান পারমানবিক চুক্তি বিষয়ক আলোচনায় তার কোনো প্রভাব পড়বে না।

পররাস্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জেন সাকি বুধবার বলেন ইরানের সঙ্গে এ আলোচনায় নেতানিয়াহু যে বহু আগে থেকে বিরোধী সেকথা যুক্তরাস্ট্রের জানা। তিনি বলেন ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে তা কঠিন তবে ইতিবাচক। তবে কৌশলগত দিক কার্যকর ও ফলপ্রসু বলে তিনি উল্লেখ করেন।

ইসরাইলের নির্বাচনের দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাস্ট্রের কংগ্রেসে বক্তৃতা দিয়ে ইরানের সঙ্গে চলমানআলোচনাকে খারাপ চুক্তি বলে াভিহিত করে ওবামঅ প্রশাসনকে রাগিয়ে দেন।

সুইজারল্যান্ডে ইরানের পররাস্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন শুক্রবার বিভিন্ন দেশের অপরাপরপররাস্ট্রমন্ত্রীবর্গের সঙ্গে বৈঠক অনিশ্চিত। ইরানী টেলিভিশনে তিনি বলেন ফলপ্রসু আলোচনা নিয়ে সকলে রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন, কিন্তু তিনি এ নিয়ে খানিকটা সন্দিহান।

XS
SM
MD
LG