অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ইরাকে আরও ৫৬০ সেনা পাঠাবে


ইসলামিক স্টেটের কাছ থেকে মসুল পুনর দখল করায় সাহায্য করার জন্য, যুক্তরাষ্ট্র ইরাকে আরও ৫৬০ সেনা মোতায়েন করবে। এর আগে ইরাকী বাহিনী ওই শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সম্প্রতি দখল করে।

প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার সোমবার বাগদাদ সফরের সময় ওই ঘোষণা করেন। তিনি বলেন অতিরিক্ত সেনাদের মসুলের ৬০ কিলোমিটার দক্ষিণে সবে পুনর দখল করা কায়ারা পশ্চিম বিমানঘাঁটিতে পাঠানো হবে। ওই বিমানঘাঁটি কোয়ালিশনের বিমান ও সাজ সরঞ্জাম আদান প্রদানের প্রধান কেন্দ্র হবে।

ইরাকে যাওয়ার আগে কার্টার সাংবাদিকদের বলেন, “ ওই বিমানঘাঁটি দখলের কারণ ছিল মসুলের খুব কাছাকাছি একটি বিমান ও সাজ সরঞ্জাম আদান প্রদানের কেন্দ্রস্থল প্রতিষ্ঠা করা।”

XS
SM
MD
LG