অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং মিত্র এগারোটি দেশ ইসলামিক স্টেইটের বিরুদ্ধে যৌথ অভিযান নিয়ে কথাবার্তা বলেছে


যুক্তরাষ্ট্র এবং তার মিত্র পক্ষিয় অন্য এগারোটি দেশের তার মিত্র পক্ষিয়রা মিলে জার্মানীতে আলোচনায় বসে ইসলামিক স্টেইটের বিরুদ্ধে তাদের যৌথ অভিযান নিয়ে কথাবার্তা বলতে।

বৈঠকের পর জারি করা বয়ানে ঐ গ্রুপ স্থলভাগের অভিযানে শরিক পক্ষগুলোর সাফল্য আরো দৃপ্ত করতে – গতিময়তা আরো বাড়াতে তাদের সমর্থনের কথা নিশ্চিত করেছে- এবং মৌসূল থেকে ও ইরাকের রাক্কা হ’তে ইসলামিক স্টেইটের নিয়ন্ত্রণ নির্মূল করার কাজ ত্বরান্বিত করতে আরো অতিরিক্ত কার্যকরিতা প্রয়োগ নিয়ে প্রত্যয়ের কথা ব্যক্ত করা হয়েছে ।

বুধবারের ঐ আলোচনা হয় জার্মানীর স্টুটগার্টে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর য়ুরোপিয় কমান্ড হেডকোয়ার্টারে । এতে অংশ নেন Australia, Canada, Denmark, France, Germany, Italy, Netherlands, New Zealand, Norway, Spain এবং Britainএর প্রতিরক্ষা মন্ত্রীরা । ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেইট বাহিনীর সঙ্গে লড়ার সময় যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর এক SEAL সৈনিক নিহত হবার একদিন পর এ বৈঠক অনুষ্ঠিত হয় । ফেব্রয়ারির ব্রাসেলস বৈঠকের পরবর্তী বৈঠক হিসেবে এ আলোচনা হওয়ার কথা ছিলো ।

XS
SM
MD
LG