অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান নাগরিক জামাল খিউয়িস বলেছে, ইসলামিক ষ্টেটে যোগদান ভুল সিদ্ধান্ত ছিল


ইরাকে ইসলামিক ষ্টেট দলের সঙ্গে কাজ করে কুর্দী পেশমার্গা সেনাদের কাছে আত্মসমর্পন করা আমেরিকান নাগরিক মোহামাদ জামাল খিউয়িস বলেছে, মসুলে গিয়ে সে ভুল করেছিল; এবং ভুল সিদ্ধান্ত নিয়েছিল।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়শিংটনের অদূরে জন্মগ্রহন ও বেড়ে ওঠা ২৬ বছর বয়সী জামাল খিউয়িস উত্তর ইরাকের সিনজার শহরে চলতি সপ্তাহে আত্মসমর্পন করে। কুর্দিস্তান ২৪ টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে সে জঙ্গী দলে যোগ দেয়াটা ভুল ছিল বলে জানায়।

১৬ মিনিটের ঐ সাক্ষাৎকারে খিউয়িস ইসলামিক ষ্টেট বা তাদের কার্যক্রম সম্পর্কে তেমন কিছুই বলেনি। সে তার নিজের সম্পর্কে; গত বছর ডিসেম্বরে ইরাক সফর সম্পর্কে এবং ইসলামিক ষ্টেটে যোগদান করা পর্যন্ত তথ্য দেয়।

খিউয়িস জানায় সে ক্রিমিনাল জাস্টিস পড়েছে। তার ফিলিস্তিনি বংশোদ্ভুত বাবা-মা ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় থাকেন। সে মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়তো; তবে কি কারনে সে ইসলামিক ষ্টেটে যোগদিতে উদ্বুদ্ধ হলো সে সম্পর্কে কিছু বলেনি।

XS
SM
MD
LG