অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামী স্টেট চরমপন্থীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে তারা ইরাকের পশ্চিমাঞ্চলে হাদিথা বাধের কাছে বিমান আক্রমণ চালিয়েছে। ওই বাঁধটি ইসলামী স্টেট চরমপন্থীদের হুমকির সম্মুখীন।

রবিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন বাঁধের নিয়ন্ত্রন ইরাকের হাতেই রয়েছে। কিন্তু আক্রমণ অভিযান শুরু হয় বিদ্রোহীদের প্রতিরোধ করার জন্য কারণ তারা বাঁধের নিয়ন্ত্রন নিতে চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল রবিবার জর্জিয়ায় ভাষণ দেওয়ার সময় বলেছেন হাদিথা বাঁধ নিরাপদ করাটা আত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন " বাঁধটি যদি আইএসএলের নিয়ন্ত্রনে পড়ে অথবা বাঁধটি যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে যে ক্ষতি হবে তা খুবই উল্লেখযোগ্য। ইরাকের ঘটনা প্রবাহে তা আরও ঝুঁকি সৃষ্টি করবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে ইসলামী স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। ইরবিল শহরের কাছে জঙ্গী বাহিনী ও সামরিক অস্ত্রসস্ত্র লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

রবিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন বাঁধের নিয়ন্ত্রন ইরাকের হাতেই রয়েছে। কিন্তু আক্রমণ অভিযান শুরু হয় বিদ্রোহীদের প্রতিরোধ করার জন্য কারণ তারা বাঁধের নিয়ন্ত্রন নিতে চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল রবিবার জর্জিয়ায় ভাষণ দেওয়ার সময় বলেছেন হাদিথা বাঁধ নিরাপদ করাটা আত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন " বাঁধটি যদি আইএসএলের নিয়ন্ত্রনে পড়ে অথবা বাঁধটি যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে যে ক্ষতি হবে তা খুবই উল্লেখযোগ্য। ইরাকের ঘটনা প্রবাহে তা আরও ঝুঁকি সৃষ্টি করবে।

XS
SM
MD
LG