অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা কোয়ালিশনের সাহায্য চাইছে


U.S. President Barack Obama chairs a National Security Council meeting on the counter-Islamic State campaign, accompanied by U.S. Vice President Joe Biden (L) and U.S. Defense Secretary Ash Carter (R) at the Pentagon in Washington Dec. 14, 2015.
U.S. President Barack Obama chairs a National Security Council meeting on the counter-Islamic State campaign, accompanied by U.S. Vice President Joe Biden (L) and U.S. Defense Secretary Ash Carter (R) at the Pentagon in Washington Dec. 14, 2015.

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা সামরিক বাহিনীকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান আরও ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার কথা পুনরায় বলেছেন। তিনি আরও বলেছেন ইরাক ও সিরিয়ায় চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য তিনি কোয়ালিশন শরিকদের প্রতি আহ্বান জানাচ্ছেন।

কার্টার সাংবাদিকদের বলেন “আইসিলকে পরাজিত করার জন্য আমাদেরকে বিভিন্ন উপায় নির্ধারণ করতে হবে এবং তা কার্যকর করতে হবে।” চরমপন্থীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনায় যোগ দেওয়ার জন্য, কার্টার এরপর তুরস্কে যান।

কার্টার বলেন “তুরস্ক ইনসারলিক বিমানঘাটিতে আমাদের স্থান করে দিয়েছে এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু আরও অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা চাই তুর্কী বাহিনী প্রয়োজন মতো স্থলও বিমান বাহিনীর অভিযানে যোগ দেবে।”

XS
SM
MD
LG