অ্যাকসেসিবিলিটি লিংক

তেল শোধনাগারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন হামলায় নিহত ৩০


সিরিয়ার সক্রিয় কর্মীরা বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন রোববার উত্তর সিরিয়ায় একটি তেল শোধনাগার লক্ষ্য করে বিমানহামলা চালিয়েছে। হামলায় মারা গেছে ৩০জন।

বৃটেনভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে, ইসলামিক স্টেট ঐ শোধনাগার পরিচালনা করছিল। অবশ্য মৃতদের মধ্যে জঙ্গীদের পাশাপাশি শ্রমিকও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী অগাস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে ২ হাজার ৩শ বিমান হামলা পরিচালনা করেছে।

সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গীরা, দেশের সভ্যতার নিদর্শনগুলো ধ্বংস করা শুরু করে। তাই ইরাক সরকারের অনুরোধে এই কোয়ালিশন বেশ কয়েকটি হামলা চালায়।

রোববার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বান-কি-মুন বলেছেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাতরাসহ এই ধরনের প্রত্নতাত্বিক এলাকাগুলো ধ্বংস হওয়ায় তিনি ক্ষুব্ধ।

XS
SM
MD
LG