অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার প্রতিদ্বন্দী দুই সরকারের মধ্যে বুধবার ঐক্যের চুক্তি হতে পারে


লিবিয়ার বিভাজিত সরকারকে আবার এক করার লক্ষ্যে, জাতিসংঘ সমর্থিত একটি পরিকল্পনা বিষয়ে, লিবিয়ান কর্মকর্তাদের সঙ্গে রোমে বৈঠক করেছেন বিশ্ব শক্তিগুলোর প্রতিনিধিরা ।

১৭টি দেশের প্রতিনিধি এবং চারটি আর্ন্তজাতিক সংস্থার উপস্থিতিতে রবিবার অনুষ্ঠিত ঐ বৈঠকে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইটালীর পররাষ্ট্র মন্ত্রী পাওলো জেনটিলোনি।

আর এই বৈঠক হয়েছে, লিবিয়ার প্রতিদ্বন্দী দুই সরকারের মধ্যে বুধবার মরোক্কতে ঐক্যের চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি হিসাবে।

ইটালীর পররাষ্ট্র মন্ত্রী এবং জাতিসংঘ দূতের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এখন অচল অবস্থা ভাঙ্গার এবং ভবিষ্যৎ লিবিয়ার জন্য সামনে এগিয়ে যাবার সময়।

তিনি বলেন- চুক্তি স্বাক্ষরিত হলে, রোমে বিশ্বশক্তিগুলোর স্বাক্ষরিত একটি ইশতেহার সব পক্ষকেই, তা তাৎক্ষনিক ভাবে গ্রহনের এবং ব্যাপক যুদ্ধবিরতির আহবান জানাবে।

জাতিসংঘ দূত মার্টিন খুবলার বলেন, প্রতিদ্বন্দ্বী সরকার ছাড়াও, লিবিয়ার রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও চুক্তি হবে। এটা চুক্তির বৈধতার জন্য গুরুত্বপূর্ন।

XS
SM
MD
LG