অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানকে দেয়া সাহায্যের ৭০ কোটি ডলার জব্দ করার আইন প্রস্তাব পাশ হবে কংগ্রেসে


পাকিস্তানকে দেয়া সাহায্যের ৭০ কোটি ডলার জব্দ করার আইন প্রস্তাব পাশ হবে কংগ্রেসে
পাকিস্তানকে দেয়া সাহায্যের ৭০ কোটি ডলার জব্দ করার আইন প্রস্তাব পাশ হবে কংগ্রেসে

যুক্তরাষ্ট্র কংগ্রেসে সপ্তাহের শেষাশেষী একটা আইন প্রস্তাব অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে। ঐ প্রস্তাবের আওতায় পাকিস্তানকে দেওয়া ৭০ কোটি ডলারের সহায়তা ফ্রিজ বা জব্দ করার কথা বলা রয়েছে এ আশংকায় যে, পাকিস্তান দেশী বোমার বিস্তার প্রতিরোধে যা করা দরকার তা করছে না।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিধায়কেরা আশংকায় রয়েছেন যে আফগানিস্তানে জঙ্গীরা জমির সার ব্যবহার করছে বিষ্ফোরক তৈরির কাজে। ওখানে জঙ্গীরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীণ বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্যে এভাবেই কার্যকরী পন্থায় বিষ্ফোরক তৈরি করে থাকে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড মঙ্গলবার বলেন, প্রস্তাবিত ঐ জব্দ প্রক্রিয়া সঙ্গে সঙ্গেই চালু হবেনা, হাতে তৈরি বোমা বানানোর ব্যাপারটার অগ্রগতি কি হলো না হলো এটা নির্ভর করবে সেই তার ওপরে।

যুক্তরাষ্ট্র কংগ্রেসে এ সপ্তাহের শেষের দিকে বৃহত্তর যে প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ অনুমোদিত হবার কথা এই জব্দের বিষয়টি সেই তারই অন্তর্ভুক্ত।

XS
SM
MD
LG