অ্যাকসেসিবিলিটি লিংক

মানবাধিকার লংঘনের অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা


উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগে যুক্তরাস্ট্র এই প্রথমবার নিষেধাজ্ঞা আরোপের তালিকায় এনেছে।

মানবাধিকার লংঘন, স্বেরাচারী শাষন এবং বিভিন্ন ক্ষেত্রে সেন্সরশিপ আরোপের কারনে কিম জং উন ছাড়াও উত্তর কোরিয়ার আরো ২২ জনের নাম এই তালিকায় এনেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারী অব ট্রেজারী এ্যাডাম জুবিন বলেন, “কিম জং উনের শাষনের আওতায় উত্তর কোরিয়ায় মানুষেল জীবনে দুর্ভোগ বেড়েই চলেছে। চলছে আইন বহির্ভুত হত্যাকান্ড; জোর করে দাসত্ব তৈরি করে রাখা ও আত্যাচার”।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিবেদনে বলা হয় সারা বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় এই মুহুর্তে মানবাধিকার লংঘনের হার উত্তর কোরিয়ায় সবচেয়ে বেশী। এর অনেক ঘটনা ঘটে রাজনৈতিক বন্দীদের বেলায়। উত্তর কোরিয়ার জিলগুলোত প্রায় ১ লক্ষ ২০ হাজার বন্দী রয়েছে।

XS
SM
MD
LG