অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিমান অভিযানে ৬২ জন ইসলামি জঙ্গি নিহত


পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের এক সমাবেশে আচমকা আক্রমণ চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যা করেছে এবং আরও কুড়িজনকে জখম করেছে।

সামরিক বাহিনীর আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে যে ওরাকজাই এবং খাইবার উপজাতীয় এলাকাকে পৃথক করছে যে অঞ্চল সেখানেই রাতে তুমুল লড়াই হয় এবং অন্তত চারজন সৈন্য আহত হয়।

এর আগে পাকিস্তানি কর্মকর্তারা বলেন যে উত্তর ওয়াজিরিস্তানের দূর্গম এলাকায় শুক্রবার যুক্তরাষ্ট্রের সন্দেহজনক দুটি ড্রোন আক্রমণে অন্তত সাতজন উগ্রপন্থি যোদ্ধা নিহত হয়।

এই অভিযানের পর পর, শুক্রবার রাতে পাকিস্তানি বিমান আক্রমণ চালানো হয়। আফগান সীমান্তের কাছে তালিবান এবং উজবেক জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানের এই বিমান হামলায় কমপক্ষে ৩৯ জন জঙ্গি নিহত হয়েছে। ১৬ই ডিসেম্বর পাকিস্তানি তালিবান স্কুলের ছাত্রদের ওপর হত্যাযজ্ঞ চালানোর পর, পাকিস্তান তার সন্ত্রাস বিরোধী কৌশল অনেক বেশি জোরদার করেছে।

XS
SM
MD
LG