অ্যাকসেসিবিলিটি লিংক

রিপাবলিকান সমর্থন: ট্রাস্প ২৪ কার্সন ২৩, ডেমোক্র্যাট সমর্থন: হিলারী-৫৩ স্যান্ডার্স ৩৫


যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্সীয়াল নির্বাচন নিয়ে সর্বসাম্প্রতিক জরিপ অনুযায়ী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে দুই প্রার্থী ডনাল্ড ট্রাস্প ও বেন কার্সনের মধ্যে রিপাবলিকানদের সমর্থন প্রায় সমান সমান।

কুইনিপিয়াক ইউনিভার্সটির জরিপে দেখা যাচ্ছে ধনকুবের ব্যাবসায়ী ডনাল্ড ট্রাম্পের পক্ষে ২৪ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। অপরদিকে অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সনের সমর্থন ২৩ শতাংশ।

জরিপে দেখা যায় ফ্লোরিডা সেনেটর মার্কো রুবিওর পক্ষে ১৪ শতাংশ, টেক্সাস সেনেটর টেড ক্রুউজের পক্ষে ১৩ শতাংশ রিপাবলিকানের সমর্থন রয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ভাই সাবেক ফ্লোরিডা গভর্ণর জেব বুশকে আরো শক্তভাবে প্রচারণা চালাতে হবে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থীতার প্রতিযোগিতায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডারসের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। জরিপে দেখা যাচ্ছে হিলারীর পক্ষে সমর্থন ৫৩ শতাংশ আর স্যান্ডারের পক্ষে সমর্থন ৩৫ শতাংশ ভোটারের।

XS
SM
MD
LG