অ্যাকসেসিবিলিটি লিংক

পোল্যান্ড তাদের সীমান্তের ভেতরে আমেরিকান অস্ত্রশস্ত্র মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে


Minister of National Defence of Poland Tomasz Siemoniak
Minister of National Defence of Poland Tomasz Siemoniak

রবিবার, পোল্যান্ড বলেছে, আমেরিকান ভারী অস্ত্রশস্ত্র স্থায়ী ভাবে পোল্যান্ডের সীমান্ত্রের ভেতরে মোতায়েনের জন্য, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে পূর্ব ইউরোপ ও বল্টিক রাজ্যগুলোতে আমেরিকান উপস্থিতি জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা বিবেচনা করছে তারই অধীনে ওই প্রস্তাব দেওয়া হয়।

পোলিশ প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে ওই পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ট্যাংক বহর ও অন্যান্য অস্ত্রশস্ত্র পোল্যান্ডে মোতায়েন করবে। প্রতিরক্ষা মন্ত্রী Tomasz Siemoniak বলেছেন গত মাসে তিনি ওয়াশিংটনে আমেরিকান সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। শিঘ্রী একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাকে আশ্বাস দেওয়া হয়।

Warsaw'র প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে পোল্যান্ড ও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে এটা আরেকটি পদক্ষেপ।

XS
SM
MD
LG