অ্যাকসেসিবিলিটি লিংক

লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে: ডনাল্ড ট্রাম্প


রিপাবলিকান দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থি ডনাল্ড ট্রাম্প, আর নমনীয় অভিবাসন নীতি নিয়ে তার তোষামোদী কথা বন্ধ করে এখন পরিস্কার ঘোষণা করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে এদেশ থেকে বহিষ্কার করবেন এবং তিনি মেক্সিকোর খরচেই দক্ষিণ সীমান্তে প্রাচীর তোলার সংকল্প পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এই সব অভিবাসী সম্পর্কে ট্রাম্প তাঁর টুইট বার্তায় লেখেন, কাউকেই ক্ষমা করা হবে না এবং দেওয়াল নির্মাণের এক শত ভাগ খরচ দেবে মেক্সিকো।

বুধবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে দেওয়া এক ভাষণে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে, অভিবাসন বিষয়ে তাঁর কঠোর পরিকল্পনা উপস্থাপন করেন। এর কয়েক ঘন্টা আগে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিউটোর সঙ্গে অভিবাসন ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য মেক্সিকো সিটিতে এক ঝটিকা সফর করেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন এ দেশে এখন প্রায় এক কোটি দশ লক্ষ অবৈধ অভিবাসী রয়েছে, যাদের মধ্যে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অন্তত ৬০ লক্ষকে দেশ থেকে বিতাড়িত করা হবে ।

XS
SM
MD
LG