অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বারাক ওবামার সৌদী আরব সফর



আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদী আরবে বাদশা আব্দুল্লার সংগে বৈঠক করছেন। মধ্যপ্রাচ্যব্যাপী নিরাপত্তা স্বার্থ সংক্রান্ত যে মতভেদ রয়েছে সে বিষয়টিই তিনি তুলে ধরবেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, সিরিয়ার গৃহযুদ্ধের কারণে যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে সে বিষয়সহ ইরান, মিসর, ইস্রায়েল ও ফিলিস্তিনের মধ্যকার অনিশ্চিত শান্তি চুক্তি্র বিষয়টিও সম্ভাবত আলোচনায় স্থান পাবে।

ওবামা প্রশাসন ইরানের সংগে যে এক ধরণের আলাপ আলোচনা শুরু করেছে যে বিষয়ে রিয়াদ সরকার তাদের উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের সংগে সৌদী আরবের মধ্যে অঞ্চলিক পর্যায়ে উত্তেজনা রয়েছে।

মিঃ ওবামা আশা করছেন যে রিয়াদে পররাষ্ট্র মন্ত্রী জন কেরী তাঁর সংগে মিলিত হবেন। বুধবার কেরী ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংগে বৈঠক করেন যাকে পররাষ্ট্র দপ্তর ফলপ্রসু বলে উল্লেখ করে।
XS
SM
MD
LG