অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার দক্ষিণাঞ্চলের রাজ্যে টর্নেডো এবং ঝড়ে অন্তত ১৪ জনের প্রাণনাশ


আমেরিকার দক্ষিণাঞ্চলের রাজ্য টেক্সাস আরকেনসমিসোরী এবং মিসিসিপির ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডো এবং ঝড়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে। টেক্সাসের পূর্বাঞ্চলে টর্নেডো সব চাইতে মারাত্মক ভাবে আঘাত হেনেছে। ঐ এলাকায় অন্তত ৪ জন নিহত এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে টেক্সাসের ড্যালাসের পূর্বাঞ্চলে৪ জন প্রাণ হারায় এবং ৫০জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

পার্শ্ববর্তী রাজ্য আরকেনসতে ৫জন প্রাণ হারিয়েছেন।পুলিশ জানিয়েছে ৬৫ বছর বয়সী এক মহিলা গাছের নীচে-চাপা পড়ে প্রাণ হারিয়াছেন এবং ১০ বছর বয়সী এক বালিকা বন্যার পানিতে ভেসে যায় এবং পরে প্রাণ হারায়। গাড়ী ভেসে যাওয়ায় আরও দু’জন শিশু এখনও নিখোঁজ রয়েছে।

মিসোরীর হাইওয়ে পুলিশ জানিয়েছে শনিবার, হঠাত বন্যায় একটি গাড়ী ভেসে গেলে ৭২ বছর বয়সী এক মহিলা পানিতে ডুবে মারা যান।

মিসিসিপিতে একটি গাছবাড়ী ওপরে ভেঙ্গে পড়ে একজনের মৃত্যু হয়েছে।মিসিসিপির জরুরী ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে মিসোরীরাজ্যেঅন্তত ২৩ হাজার মানুষের বাড়ী ঘড়ে বিদ্যুৎ নেই।

XS
SM
MD
LG