অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাটান রুজে নিহত তিন পুলিশ অফিসার অতর্কিত আক্রমণের শিকার হয়েছিলেন


 AFP file photo (L) obtained July 8, 2016 shows Dallas sniper Micah X. Johnson. Screenshot (R) taken from his personal website shows Baton Rouge shooter Gavin Long, also known as Cosmo Setepenra.
AFP file photo (L) obtained July 8, 2016 shows Dallas sniper Micah X. Johnson. Screenshot (R) taken from his personal website shows Baton Rouge shooter Gavin Long, also known as Cosmo Setepenra.

রবিবার লুইসিয়ানা রাজ্যের ব্যাটান রুজ শহরে যে বন্দুকধারী তিন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করে এবং তিন জনকে জখম করে তাকে, আমেরিকান মেরিন বাহিনীর এক সাবেক সদস্য বলে শনাক্ত করা হয়েছে। এ মাসের গোড়ার দিকে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে হত্যা করায় ওই শহরে উত্তেজনা বিরাজ করছিলো।

সামরিক কর্মকর্তারা বলেন মিসৌরি রাজ্যের ক্যানসাস সিটির গ্যাভিন লং তার ২৯তম জন্মদিনে, মুখোশ পোরে, অ্যাসল্ট রাইফেল দিয়ে অফিসারদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি মেরিন বাহিনীতে দায়িত্ব পালন করেন। তিনি সার্জেন্ট হন। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্যাভিন লং ইরাকে মোতায়েন ছিলেন।

লইসিয়ানা রাজ্যের Police Superintendent Col. Mike Edmonson বলেছেন পুর্বপরিকল্পিত ভাবে গুলি চালনা করা হয়। সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে Edmonson বলেন লং ওই পুলিশ অফিসার বৃন্দ এবং ওই এলাকার অন্যান্য পুলিশ অফিসাররাই তার হামলার লক্ষ্য ছিল।

XS
SM
MD
LG