অ্যাকসেসিবিলিটি লিংক

• পাকিস্তানকে বাড়তি আমেরিকান অস্ত্র প্রদানে আফগানিস্তানের আপত্তি


আফগানিস্তান বলেছে যে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত সাজোঁয়া যান এবং অন্যান্য সামরিক সাজ সরঞ্জাম পাকিস্তানকে দেয়ার সিদ্ধান্ত নেয় , তা হলে তারা এতে আপত্তি জানাবে।

এ সপ্তায় আরো আগে দ্য ওয়াশিংটন পোস্ট এই খবর দেয় যে আফগানিস্তানের যুদ্ধ শেষ হবার ফলে যুক্তরাষ্ট্র সত্তুর লক্ষ কোটি ডলার মূল্যের সাঁজোয়া যানবহর এবং অন্যান্য সাজ সরঞ্জাম পাকিস্তানের কাছে হস্তান্তর করতে পারে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র এমাল ফায়জি ভয়েস অফ আমেরিকার আফগান বিভাগকে বলেন যে আফগান সুরক্ষা বাহিনীরই এ ধরণের সাজ সরঞ্জামের প্রয়োজন আছে এবং কৌশলগত অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের উচিৎ হবে এ ধরণের সিদ্ধান্ত নেয়ার আগে আফগানিস্তানের সঙ্গে পরামর্শ করা।

দ্য ওয়াশিংটন পোস্টের ঐ খবরে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি কর্মকর্তারা ঐ সব অস্ত্র শস্ত্রের ব্যাপারে আলোচনা করেছেন । যুক্তরাষ্ট্র সেগুলো খরচ করে দেশে নিয়ে আসতে চায় না।
XS
SM
MD
LG