অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম আংশিক বন্ধের পঞ্চম দিন চলছে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে তাঁর মনে হয় না যে কংগ্রেস দেশের ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধির জন্যে মধ্য অক্টোবরের সময় সীমা লংঘন করবে।

যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম আংশিক বন্ধের আজ পঞ্চম দিন চলছে এবং এ রকম আশঙ্কা ও দেখা দিয়েছে যে ১৭ই অক্টোবর নাগাদ তারা সব বিল পরিশোধ করতে পারবে কী না যার মধ্যে রয়েছে চীন , জাপান এবং অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের বন্ড এর সুদ পরিশোধ করা।

শনিবার দ্য এসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিস্তারিত সাক্ষাৎকারে মি ওবামা বলেন যে তিনি আশা করছেন কংগ্রেস ১৬ লক্ষ ৭০ হাজার কোটি ডলার ঋণের সর্ব্বোচ্চ সীমা বৃদ্ধি করবে যাতে করে যুক্তরাষ্ট্র আরও অর্থ ঋণ নিতে পারে।

ওদিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের এশীয় প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা ফোরাম , সংক্ষেপে এপেকে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেন্ বলেন যে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম বন্ধের বিষয়টি নিতান্তই সাময়িক ঘটনা। আজ শনিবার কেরি এই প্রতিশ্রুতি দেন যে এই আংশিক বন্ধের সময় ও যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন করে যাবে।
XS
SM
MD
LG