অ্যাকসেসিবিলিটি লিংক

আশা উজ্জ্বল হ’চ্ছে এখন,সরকারী কাজকর্ম চালু করা নিয়ে-ঋণসীমা বৃদ্ধির ব্যাপারে - যুক্তরাষ্ট্রে


আশার আলো উজ্জ্বল হ’চ্ছে এখন , সরকারী কাজকর্ম আবার আগের মতো চালু করা নিয়ে - ঋণসীমা বৃদ্ধি সময় মতো সিদ্ধ করার ব্যাপারে । কংগ্রেসের ঐকমত্য প্রতিষ্ঠার প্রশ্নে এবং সরকারী কাজকর্ম আংশিক থমকে যাওযার এই শাটডাউন খতম করা নিয়ে দর কষাকষি ,নিস্পত্তি আলোচনার অচলাবস্থা এই তৃতীয় সপ্তাহে পা রাখলো এখন । এই পর্যায়ে কংগ্রসের প্রতিনিধি পরিষদ ও সেনেট সভার সদস্যবৃন্দ- রেপাবলিকান,ডেমোক্র্যাট দু’দলেরই , সম্ভাব্য রফা নিয়ে বিস্তারিত আলোচনায় বসছেন দফায় দফায়। রফা হয়ে গেলে ২ হাজার ১৪ সালের প্রথমভাগ অব্দি ঋণসীমা বৃদ্ধি সিদ্ধ হয়ে যাবে – পয়লা অক্টোবর থেকে শুরূ হয়েছে যে অর্থ বছর ২ হাজার ১৪ সালের , তারই ব্যয়বরাদ্দের খতিয়ান বা বাজেট নিয়ে নিস্পত্তি আলোচনার সূচনা হতে পারবে ওভাবেই ।
সোমবারের আলোচনার পর সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা হ্যারি রীড – সেনেটের রেপাবলিকান লীডার মিচ ম্যাকৌনেল – দূ’জনই আশাবাদ ব্যক্ত করেছেন । রীড আশা পোষন করে বলেন – মঙ্গলবার দিনটা আলোকজ্জ্বল হতে পারে । ম্যাকৌনেল বলেন – রীডের সঙ্গে আশা পোষন তিনিও করছেন । রফা যাই হোক – গোটা প্রতিনিধি পরিষদে এবং সেনেটের পূর্ণ অধিবেশনে তা অনুমোদিত হতে হবে এবং তার পর তাতে প্রেসিডেন্টের সই নিতে হবে । বৃহস্পতিবারের মধ্যে ঋণসীমা না বাড়ালে যুক্তরাষ্ট্র হয়তো সকল প্রকারের দায় পরিশোধে অপারক হবে । সেনেটে দু’দলের সদস্যরা ঐকমত্যে পৌঁছুলেও কংগ্রেস বৃহস্পতিবারের সময় সীমা রক্ষা করতে পারবে কিনা বোঝা যাচ্ছে না পরিস্কার ।
XS
SM
MD
LG