অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের উত্তর পুর্বাঞ্চলে তুষার ঝড় স্টেলার ঝটিকা আগমন


প্রলম্বিত শিত মওশুমের প্রায় শেষ প্রান্তসীমায় পৌঁছিয়ে স্টেলা নামের তুষার ঝড়ের কবলে পড়লো যুক্তরাষ্ট্রের উত্তর পুর্বাঞ্চলবর্তী এলাকা- আজ মঙ্গলবার কাক ভোরের সময়টায় প্রায়।অবশ্য হালকা তুষার ফুলকি শুরু হয়েছিলো সোমবার অপরাহ্ন থেকেই।এ তুষারঝড়ের কবলে পড়া এলাকায় প্রায় পাঁচ কোটি লোকের বাস।ফিলাডেলফিয়া থেকে নিয়ে মেইন রাজ্য অবধি বিস্তৃত এলাকায় প্রায় ষাইট সেন্টিমিটার বরফ পড়বে বলে অনুমান করা হচ্ছে-তুষারঝড়ের গতিবেগ কোনো কোনো এলাকায় এক শ’ কিলোমিটার পর্যন্ত উঠতেও পারে বলে আবহাওয়াবীদদের ধারণা।এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগেই বন্ধ ঘোষনা করা হয়েছে- বহূ এয়ারলাইন আগে থেকেই, পরিকল্পিতভাবে তাদের অনেক বিমান উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে। সাধারনত: এরকম পরিস্থিতিতে রাজধানী ওয়াশিংটন ডিসি’তে কর্ম তৎপরতা বন্ধ ঘোষনা করা হয়ে থেকে – তবে, স্টেলার দৌরাত্ম রাজধানী শহরে তেমন তীব্র নাও হ’তে পারে, ভেবে রাজধানী শহরের স্বাভাবিক কাজকর্ম উন্মুক্ত রাখার কথাই সরকারিভাবে জানানো হয়েছে। ওয়াশিংটনে জার্মান চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পুর্ব-নির্ধারিত বৈঠক শুক্রবার অবধি পিছিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের শীত মওশুম বেশ কিছুটা উষ্ন এবং শুষ্কই থেকেছে এবং ফলোদয়ে কোনো কোনো এলাকায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উত্তর পুর্বাঞ্চলে কিছু হ’লেও এক প্রকার খরা পরিস্থিতির উদ্ভব ঘটেছে- এবং স্টেলা ঐ খটখটে পরিবেশে কিছুটা হ’লেও পেলব পরশ এনে দিতে পারবে বলেই আবহাওয়া বিশারদদের ধারণা।

XS
SM
MD
LG