অ্যাকসেসিবিলিটি লিংক

এ্যামেরিকান নভোচারী স্কাট কেলী এবং রাশিয়ার মিখাইল কোর্নিয়েনকো পৃথিবী বক্ষে ফিরে এসেছেন


কক্ষপথে মোটমাট তিন শ’ চল্লিশ দিন অতিবাহিত করবার পর এ্যামেরিকান নভোচারী স্কাট কেলী এবং রাশিয়ার নভোশ্চর মিখাইল কোর্নিয়েনকো এখন পৃথিবী বক্ষে ফিরে এসেছেন।

রাশিয়ার একটি সোয়ুয নভোযানে চড়ে এই দু’ নভোচারী কেলী ও কোর্নিয়েনকো এবং তাঁদের সঙ্গে দ্বিতীয় রূশ নভোশ্চর সের্গেই ভোলকফ আজ বুধবার ভোরে গ্রীনীচ মান সময় চারটে ২৬ মিনিট সময়ে কাযাকস্তানের বরফাবৃত বিশুষ্ক-তৃণহীন ভূখন্ডে অবতরন করেছেন। এরই প্রায় ঘন্টা তিন আগে তাঁদের ঐ নভোযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশান থেকে বিচ্ছিন্ন হয়েছিলো।

রূশ নভোশ্চর সের্গেই ভোলকফ মহাকাশে থাকলেন গত ৬ মাস কাল আর কেলী এ্যামেরিকার তরফের রেকর্ডহোল্ডার নভোচারী- এক নাগাড়ে এতো দিন আর কেউই মহাকাশে থাকেননি- তিনি এবং কোর্নেনিয়েনকো মিলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আই এস এসে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেছেন ৫ হাজার ৪ শ’ ৪০ বার-ভ্রমানপথ পাড়ি দিয়েছেন ১৪ কোটি ৪০ লক্ষ মাইল- কক্ষপথে উদিত সূর্যোদয় এবং অস্তগামি সূর্য্য দেখেছেন ১০ হাজার আট শ’ ৮০ বার।

XS
SM
MD
LG