অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান শরণার্থী যারা যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে, মে মাসের তুলনায়,  সেই সংখ্যা দ্বিগুন হয়েছে


FILE - Syrian refugee children play as they wait with their families to register at the U.S. processing center for Syrian refugees, during a media tour held by the U.S. Embassy in Jordan, in Amman, Jordan, April 6, 2016.
FILE - Syrian refugee children play as they wait with their families to register at the U.S. processing center for Syrian refugees, during a media tour held by the U.S. Embassy in Jordan, in Amman, Jordan, April 6, 2016.

জুন মাসে যে সংখ্যক সিরিয়ান শরণার্থী যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে, মে মাসের তুলনায়, সেই সংখ্যা দ্বিগুন হয়েছে। প্রেসিডেন্ট ওবামা পয়লা অক্টোবারের মধ্যে যে ১০ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের লক্ষ্য রেখেছিলেন, তা বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের Refugee Processing Center জানিয়েছে ২৩৮১ জন সিরিয়ান শরণার্থী গত মাসে যুক্তরাষ্ট্রে পৌছোয়। তারা ৩৮ টি রাজ্যে বসবাস শুরু করেন। এদের অধিকাংশ অর্থাৎ ৫৭০জন মিশিগানে, ক্যালিফর্নিয়ায় ৫০০ জন অ্যারিজোনায় ৩৮৮জন ইলিনয়ে ৩৪৩ পেনশিলভেনিয়ায় ৩৪০জন টেক্সাসে ৩২১ জন এবং ফ্লরিডায় ৩০১জন পুনর্বাসন শুরু করলেন।

প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে আগামী তিন মাসে ৪৮১৪ জন সিরিয়ান শরণার্থীকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে হবে।

Council on Foreign Relations এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৪লক্ষ সিরিয়ান দেশ ছেড়ে গেছে।

XS
SM
MD
LG