অ্যাকসেসিবিলিটি লিংক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক


সফররত যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি দল বুধবার ঢাকায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পুন:প্রাপ্তির বিষয় নিয়েই মূলত আলোচনা হয়। আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী বলেছেন, যদি জিএসপি পাওয়া না যায় তাহলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) যে উদ্দেশ্যে করা হয়েছে তা অর্থবহ হবে না। এখন জিএসপি’র বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল আমরা তার সবই পূরণ করেছি। এর বাইরে আর কিছু করা সম্ভব নয়। এদিকে, যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি দলের নেতা ও সহকারী যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলেনি সাংবাদিকদের বলেন, জিএসপি অ্যাকশন প্ল্যানে যে ১৬টি প্রয়োজনীয় পদক্ষেপের কথা রয়েছে তা মৌলিক শ্রম অধিকার এবং বাংলাদেশি শ্রমিকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। সবগুলো শর্তই গুরুত্বপূর্ণ, পূরণযোগ্য এবং স্বচ্ছ। জানাচ্ছেন আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG