অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন বলেছেন আমেরিকা আগে থেকে তুরস্কের সামরিক অভ্যুত্থান সম্পর্কে কিছুই জানতো না


BIDEN ERDOGAN GORUSMESI ANKARA
BIDEN ERDOGAN GORUSMESI ANKARA

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা আগে থেকে তুরস্কের সামরিক অভ্যুত্থান সম্পর্কে কিছুই জানতো না। তিনি বলেন আমেরিকা কখনই সামরিক বাহিনীর ওই রাষ্ট্রদ্রোহী আচরণ সমর্থন করত না।

বুধবার আংকারায়, তুর্কী প্রধান মন্ত্রী বিনালী ইয়েলডিরিমের সঙ্গে বৈঠকের পর বাইডেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাইডেন বলেন তুরস্ক যখন দেশে গণতন্ত্র জোরদার করছে, তখন আমেরিকা তুরস্ককে প্রয়োজনীয় সহায়তা দেবে। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র, তুরস্কের সঙ্গে সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। বাইডেন বলেন তুরস্ক তথা নেটো হচ্ছে যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপুর্ণ মিত্র।

বাইডেন বুধবার তুরস্কে পৌছান। তিনি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এর সঙ্গেও সাক্ষা্ৎ করছেন।

XS
SM
MD
LG