অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে বেকারত্ব হ্রাস পেয়েছে


ফেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্রে বেকারত্ব হ্রাস পেয়েছে। এবং অর্থনীতিতে ২ লক্ষ ৯৫ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

শ্রম বিভাগের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, বেকারত্ব হ্রাস পেয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। যা গত বছরের তুলনায় ১ শতাংশ কম।

সবচেয়ে বেশি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে রেঁস্তোরাগুলোতে, যা প্রায় ৫৯ হাজার চাকরি। এর পরের অবস্থানেই রয়েছে বাণিজ্য বিভাগগুলো। যেখানে ৫১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

সাউথ ক্যারোলাইনার বেনেডিক্ট কলেজে বক্তব্য রাখার সময়, প্রেসিডেণ্ট ওবামা বলেন, গত বছর প্রতি মাসে আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানগুলো ২ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। এবং যা গত ৩৭ বছরে নজিরবিহীন। তিনি আরো বলেন, গত ৫ বছরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১কোটি ২০লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি করেছে।

XS
SM
MD
LG