অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র বিশ্বকে ৫০ কোটি ডোজ টীকা দান করছে


আজ বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে, তাঁর প্রশাসন বিশ্বের ৯২ টি স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোকে ফাইজারের ৫০ কোটি ডোজ করোনাভাইরাসের টীকা দান করছে। যুক্তরাষ্ট্র এই বিব্রতকর অপবাদ যে সে টীকা মজুদ করছে তা থেকে মুক্ত হবার লক্ষ্যে এই পদক্ষেপ নিল। বাইডেন জি-সেভেন সম্মেলন শুরুর একদিন আগেই এই ঘোষণাটি দিলেন। আগামিকাল বিশ্বের সব চেয়ে অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোর সংগঠন জি-সেভেনের শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে ইংল্যান্ডের কর্নওয়ালে। টীকা প্রদানের এই ঘোষণা দিয়ে তিনি বিশ্বের বিত্তশালী দেশগুলোর জন্য টীকা দান করার একটা উচ্চ মাপকাঠি স্থাপন করলেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, ফাইজারের ৫০ কোটি ডোজ টিকা আগামি বছরের জুন মাসের মধ্যে প্রদান করা হবে যার মধ্যে কুড়ি কোটি ডোজ এ বছরের শেষ নাগাদ প্রদান করা হবে। জাতিসংঘের টীকা বিতরণ কর্মসূচী কভ্যাক্সের আওতায় এই টীকা বিতরণ করা হবে তা ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী আট কোটি ডোজ জুনের শেষ নাগাদ দেওয়া হবে।

XS
SM
MD
LG