অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা নিয়োগ ও কংগ্রেসের অনুমোদন


প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার, ইসলামিক ষ্টেট গোষ্ঠির বিরুদ্ধে লড়াইএর জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়োগ করার ব্যপারে কংগ্রেসের কাছে আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছেন।

মিঃ ওবামা হোয়াইট হাউজে বলেন, ইরাক এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনারা যে ধরণের স্থল বাহিনীর যুদ্ধে সম্প্রিক্ত ছিল সেই ধরণের লড়াই-এর কর্তৃত্ব মঞ্জুরীরের অনুরোধ তিনি জানাচ্ছেন না। প্রেসিডেন্ট ব্যাখ্যা করে বলেন, এই কর্তৃত্ব মঞ্জুরীরের ফলে তিনি সেখানে বিশেষ বাহিনী পাঠাতে পারবেন। ইসলামিক ষ্টেট গোষ্ঠির নেতারা কোথায় রয়েছে বিশেষ করে সে সব তথ্য আমেরিকার গোয়েন্দা বিভাগের জানা।

ঐ প্রস্তাবে আইসিলের বিরুদ্ধে ৩বছর যুদ্ধের অনুমোদন চাওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বলেন, “এই মিশন দূরুহ হবে এবং বেশ কিছু সময়ের জন্য এই কঠিন অবস্থা বিদ্যমান থাকবে। তিনি বলেন, আমাদের মিত্রজোট যুদ্ধ করছে। আইসিল এখন আত্মরক্ষার চেষ্টা চালাচ্ছে এবং আইসিল পরাজিত হবে।”

XS
SM
MD
LG