অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর প্রেসিডেন্টের বৈঠক


ডনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করার এক দিন পর, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই প্রেসিডেন্ট আজ বৈঠক করেছেন। গত কাল, ডনাল্ড ট্রাম্প দু'দেশের মাঝখানে দেওয়াল তৈরির কথা প্রতিশ্রুতি পুনরব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, মেক্সিকোর প্রেসিডেন্ট Enrique Pena Nieto কে শুক্রবার হোয়াইট হাউসে আপ্যায়ন করেন। জানুয়ারি মাসের পর মেক্সিকোর নেতা এই প্রথম হোয়াইট হাউসে আসেন।

Pena Nieto বলেছেন, ডনাল্ড যে মন্তব্য করেছেন যে মেক্সিকানরা মাদক, অপরাধমূলক তৎপরতা, ধর্ষণ ইত্যাদি যুক্তরাষ্ট্রের এনেছে, তা দু'দেশের মধ্যে সম্পর্কের ক্ষতি করেছে। Pena Nieto রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর সমালোচনা করেছেন। অবশ্য তিনি বলেছেন, যিনিই ওবামার উত্তরসূরী হবেন তার সঙ্গে তার সরকার কাজ করবে।

XS
SM
MD
LG