অ্যাকসেসিবিলিটি লিংক

সিরীয় শরনার্থীদের জন্য আরো ১০০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি, দাতাদের একটি আর্ন্তজাতিক সম্মেলনে সিরীয় শরনার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ১০০ কোটি ডলার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বিদ্রোহীদের দখল করা এলাকায় মানবিক সাহায্য পৌঁছানোর সুবিধার্থে সিরীয় সরকার ও রাশিয়াকে সেখানে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আজ লন্ডনে দাতা দেশগুলোর এই সম্মেলন শুরু হয় এবং ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো, সিরিয়া কেবল নয় প্রতিবেশি যে সব রাষ্ট্র শরনার্থীদের চাপে জর্জিরত, যেমন জর্দান, লিবিয়া এবং তুরস্কের জন্যও আরও তিনশো কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

কেরি এটিকে গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা বলে অভিহিত করেছেন এবং বলছেন যে, সিরিয়ার রাজনৈতিক ও মানবিক সংকট নৈতিক ভাবে আমাদের উপর বাধ্যতামূলক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সিরীয় জনগণকে বাড়তি ষাট কোটি দশ লক্ষ ডলার প্রদান করছে। তাছাড়া উন্নয়ন সাহায্য বাবদ, বিশেষত জর্দান ও লেবাননে আশ্রিত শরনার্থী শিশুদের জন্য দিচ্ছে আরও ঊনত্রিশ কোটি ডলার।

এই সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী অ্যান রিচার্ড ভয়েস অফ আমেরিকার সঙ্গে আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেন।

XS
SM
MD
LG