অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্মীয় বিশ্বাস মানুষকে ভয় অতিক্রম করে অভিন্ন মানবাতাবাদকে গ্রহণ করতে সাহায্য করে: বারাক ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, ধর্মীয় বিশ্বাস মানুষকে তার ভয় অতিক্রম করে অভিন্ন মানবাতাবাদকে গ্রহণ করতে সাহায্য করে।

ওয়াশিংটনে বার্ষিক জাতীয় প্রার্থনা প্রাতরাশে ওবামা বলেন, “ভয়ের বিপরীতে বড় শক্তি হচ্ছে বিশ্বাস”। এর একদিন আগেই প্রেসিডেন্ট তার মেয়াদে এই প্রথম একটি মসজিদ পরিদর্শনে যান।

ওবামা বলেন তাঁর নিজের খ্রীষ্টধর্ম তাঁকে প্রাত্যহিক ভয় ভীতি কাটিয়ে তুলতে শক্তি যোগায় যেমন এ বছরের পরের দিকে তার কন্যা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হোয়াইট হাউজের বাইরে যাবে তখনকার আশংকা, তেমনি প্রেসিডেন্ট হিসেবে দেশের সেনাবাহিনীকে বিদেশে সামরিক অভিযানে পাঠানোর সময়ের আশঙ্কা। এসব কিছুই তিনি কাটিয়ে উঠেছেন বিশ্বাসের কারণে। তিনি বলেন আশঙ্কা থেকেই আমরা, যারা আমাদের থেকে আলাদা তাদের ওপর চড়াও হই এবং আশঙ্কাই আমাদের হতাশ ও সংশয়বাদী করে তোলে।

XS
SM
MD
LG