অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটের হামলার হুমকীকে অবহেলা করছে না যুক্তরাষ্ট্র, G-20 সম্মেলন শেষে মন্তব্য প্রেসিডেন্ট ওবামার


তুরস্কে অনুষ্ঠিত G-20 সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন— প্যারিসের হামলা ছিল ভয়াবহ এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে চরম এক অবনতিশীল পরিস্থিতি। তিনি মধ্যপ্রাচ্যের জঙ্গীদের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের স্থল সেনা পাঠানো ভুল হবে বলেও মন্তব্য করেন।

ওবামা বলেন, ইসলামিক স্টেট জঙ্গীদের দমনে যুক্তরাষ্ট্র আনুমানিক ৫০ হাজার স্থল সেনা পাঠাতে পারে সিরিয়াতে। কিন্তু ঐ কৌশল বস্তুত কাজে আসবে না, যদি সিরিয়া স্থায়ী ভাবে যুক্তরাষ্ট্রের দখলে না থাকে। এমনকি মধ্যপ্রাচ্য অথবা দক্ষিনপূর্ব এশিয়ার অন্য কোথাও জঙ্গী হুমকীর উত্থান হতে পারে।

ওবামা বলেন, আমরা এমন পদক্ষেপ নেব যা রাজনৈতিক ভাবে কার্যক্রর। এবং আমরা তাই করবো যা আমেরিকাকে নিরাপদ করে।

যুক্তরাষ্ট্র এবং অন্য কোথাও ইসলামিক স্টেটের হামলার হুমকীকে তিনি অবহেলা করছেন না, এমন মন্তব্য করে প্রেসিডেন্ট ওবামা বলেন- যদি আপনার স্বেচ্ছায় মরতে চায় এমন মানুষ থাকে, তাহলে তারা অনেক মানুষ মারতে পারে।

তুরস্কের G-20 শীর্ষ সম্মেলনে প্রধানত: বানিজ্য এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবার কথা – কিন্তু বর্তমান পরিস্থিতিতে, প্যারিসের সন্ত্রাসী হামলা সব কিছুকে ছায়াচ্ছন্ন করে ফেলেছে।

XS
SM
MD
LG