অ্যাকসেসিবিলিটি লিংক

৮ নভেম্বরের নির্বাচনে ‘লাখ লাখ মানুষ’ অবৈধ ভাবে ভোট দিয়েছেন: অভিযোগ ডনাল্ড ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ৮ নভেম্বরের নির্বাচন, যেখানে তিনি জয়ী হযেছেন, সেই নির্বাচনে ‘লাখ লাখ মানুষ’ অবৈধ ভাবে ভোট দিয়েছেন। তবে তার এ অভিযোগ হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সংবাদ মাধ্যম এবং তথ্য সঠিক কিনা তা যারা পরীক্ষা করেন, তারা বাতিল করে দিয়েছেন।

ট্রাম্প টুইটারে লিখেছেন তিনি ডেমোক্রেট হিলারী ক্লিনটনকে দেশব্যাপী সাধারণ ভোটে পরাজিত করতেন, যদি তার কথায় ‘লক্ষ লক্ষ মানুষ’ যারা অবৈধভাবে ভোট দিয়েছে তাদের ভোট বাদ দেয়া হয়। পরে তিনি, যে তিনটি রাজ্যে ৮ই নভেম্বর হিলারী ক্লিনটনের কাছে হেরেছেন, সেই সব রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন। তবে তিনি কোন প্রমান দেননি।

ট্রাম্প লিখেছেন তার কথায়, “ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় ভোটে প্রচুর কারচুপি হয়েছে। বার্তা মাধ্যমে সে সম্পর্কে খবর দেওয়া হচ্ছে না কেন? ব্যাপক পক্ষপাত—বড় ধরনের সমস্যা।”

ট্রাম্প জানুয়ারি মাসে শপথ নেবেন। তিনি ইলেক্টোরাল কলেজ ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

XS
SM
MD
LG