অ্যাকসেসিবিলিটি লিংক

৫০ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে ফিলাডেলফিয়ায় শুরু ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনকে ডেমোক্রেটিক দল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের মনোনিত প্রার্থী হিসেবে বেছে নেবেন। এই প্রথম আমেরিকার একটা প্রধান রাজনৈতিক দল এক নারীকে তাদের দলীয় প্রার্থী করছেন।

কিন্তু সম্মেলন শুরু হওয়ার আগেই সমস্যা দেখা দেয়। উইকিলিক্সের ফাঁস করে দেওয়া ইমেইল তথ্যে দেখা যায় যে, ডেমোক্রেটিক দলের নেতারা ভার্মন্ট সেনেটার বার্নি স্যান্ডার্সের বিদ্রুপ ও সমালোচনা করেন।

ডেমোক্রেটিক দলের প্রধান ডেবি ওয়াসারম্যান শুল্জ, ইমেইলের কারণে, জাতীয় সম্মেলনের একদিন আগে পদত্যাগ করেন।

সম্মেলনে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে ৫ হাজারের বেশি হচ্ছেন ডেলিগেট বা প্রতিনিধি।

এদিকে, জাতীয় সম্মেলন আনুষ্ঠানিক ভাবে শুরু হবার আগে সেনেটার বার্নি স্যান্ডার্স তাঁর সমর্থকদের, হিলারী ক্লিনটনকে সমর্থন করার আহবান জানান।

ফিলাডেলফিয়াতে রয়েছেন আহসানুল হক।

AH
AH

XS
SM
MD
LG