অ্যাকসেসিবিলিটি লিংক

১৬টি দেশ ধর্মীয় স্বাধীনতার জন্য উদ্বেগজনক হিসাবে চিহ্নিত


যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (U.S. Commission for International Religious Freedom) ধর্মীয় স্বাধীনতার জন্য ১৬টি দেশকে উদ্বেগজনক দেশ হিসাবে চিহ্নিত করেছে। আর এক্ষেত্রে সংস্থাটি চাইছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতাকে একটি ইস্যু হিসাবে গুরুত্ব দিক। ভয়েস অফ আমেরিকার Mariama Diallo এর প্রতিবেদন থেকে জানাচ্ছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন। বাংলাদেশ থেকে টেলিফোনে সংযুক্ত ছিলেন আমাদের সময় ডট কম এর সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান।

please wait

No media source currently available

0:00 0:11:12 0:00

U.S. Commission for International Religious Freedom প্রায় ২0 বছর ধরে, দমনমূলক নীতি বৃদ্ধির ফলে প্রশাসনিক নির্যাতন থেকে নির্বিচারে কারাবাসের কারনে রাশিয়াকে একটি বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করে আসছে। U.S. Commission for International Religious Freedom এর DANIEL MARK বলেন,

"প্রথমত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে স্পষ্ট করে রাশিয়ার সরকারকে সরাসরি বলতে হবে যে, ধর্মীয় স্বাধীনতার দিকনির্দেশনার ব্যাপারে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে। শুধু নিয়ম-কানুন নয়, আমাদের সিদ্ধান্তে বড় ধরনের ভূমিকা রাখে গতিপ্রকৃতিও।“

রাশিয়ার সুপ্রিম কোর্ট গত মাসে রায় দিয়েছে, Jehovah’s Witnesses ধর্মীয় গ্রুপ একটি "চরমপন্থী" সংগঠন ছিল এবং সংগঠনটির সব সম্পত্তি রাষ্ট্রকে হস্তান্তর করতে হবে। Jehovah’s Witnesses এর বৈশ্বিক সদর দপ্তর থেকে স্কাইপের মাধ্যমে ROBERT WARREN বলেন,

"চরমপন্থী হিসাবে আমাদেরকে যে ভাবে চিহ্নিত করা হয়েছে, তা স্পষ্টতই চরমপন্থার আইনসমূহের অপব্যবহার। অবশ্যই Jehovah's Witnesses এর লক্ষ্যে পরিনত হওয়া উচিত নয় কারণ আমরা রাশিয়া বা বিশ্বের অন্য কোন দেশের জন্য হুমকি নই। আমরা ২৪০টি স্থানে সক্রিয়।"

Warren বলেন, রাশিয়ায় এক লাখ ৭৫ হাজার মানুষ এই ধর্মাবলম্বী। এবং সুপ্রীম কোর্ট রায় দেওয়ার পর সংস্থাটির ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয় এবং Jehovah's Witnesses বাইবেলকে অবৈধ করা হয়।

এছাড়া Central African Republic "মুসলমান ও সাম্প্রদায়িক সহিংসতা এবং বহু বছর ধরে চলা দ্বন্দ্বের কারনে উদ্বেগজনক একটি দেশ। এই সপ্তাহে C.A.R এর Banguassou শহরে খৃস্টান মিলিশিয়ারা বেসামরিক মানুষ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্যদের হত্যা করে। C.A.R এর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রধান PARFAIT ONANGA-ANYANGA বলেন,

"কেবল Banguassou তে নয়, সমগ্র অঞ্চলে সহিংসতা ছড়ানোর জন্য একটি সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিনত করার এই বিশেষ অপরাদের জন্য আমার আক্ষেপ হয়।“

মিয়ানমারের, সরকার ও সামাজিক বৈষম্যমূলক ব্যবস্থা রোহিঙ্গা মুসলমানদের জীবন ঝুঁকিপূর্ণ করেছে। এমনকি কেউ কেউ দেশটি থেকে পালিয়ে গেছে। খ্রিস্টানদের প্রকাশ্যে প্রার্থনা করা থেকে বিরত রাকা হয় এবং জোরপূর্বক বৌদ্ধধর্মে রূপান্তরিত করা হয়। যদিও সরকার ও সামরিক বাহিনী সব অভিযোগ অস্বীকার করে।

পাকিস্তানে কমিশনের সুপারিশ করা blasphemy laws বা নিন্দা আইন বাতিল করা হয়, কারন Universal Declaration of Human Rights এর আর্টিকেল এর লঙ্ঘন।

প্রতিবেদনে ৩৫টি দেশের অন্তর্ভুক্ত ছিল। U.S. Commission for International Religious Freedom এর চেয়ারম্যান REV. THOMAS J. REESE, S.J বলেন, তারা চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতাকে তার পররাষ্ট্র নীতিতে একটি ইস্যু হিসাবে গুরুত্ব দিক।

XS
SM
MD
LG