অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তেজনাপূর্ণ ম্যাচে বাড়তি সময়ে ডনোভানের গোল


গোল করে যুক্তরাষ্ট্রকে জিতিয়ে দিলো ল্যান্ডন ডনোভান
গোল করে যুক্তরাষ্ট্রকে জিতিয়ে দিলো ল্যান্ডন ডনোভান

আজ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের মাঠে চারটি খেলা। সকালের দুটি খেলায় একদিকে গ্রুপ সি-তে যুক্তরাষ্ট্র এবং আলজেরিয়া। অপর দিকে ইংল্যাণ্ড আর স্লোভেনিয়ার উত্তেজনাপূর্ণ খেলা দর্শকভক্তরা দারুণ উপভোগ করেছেন।

গ্রুপ সি-তে যুক্তরাষ্ট্র – আলজেরিয়ার খেলায় গোল হয়ে হয়ে হয় না। ফুটবলের বিভিন্ন কৌশলে গোল করার সুযোগ ছিল ২টি দলেরই কিন্তু গোল যেন দুই দলের পায়েই ধরা দিতে চায় না। দর্শক সারিতে যুক্তরাষ্ট্রের ভক্ত সমর্থকদের মধ্যে ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। শেষ পর্যন্ত ৪ মিনিটের বাড়তি সময়ের শুরুতেই গিয়ে গোল করলো যুক্তরাষ্ট্রের – ল্যাণ্ডন ডনোভ্যান।

ওদিকে ইংল্যাণ্ড এ পর্যন্ত সি গ্রুপে শীর্ষে থাকা দল, স্লোভেনিয়াকে ১ - ০ গোলে হারিয়ে দিল এবং ইংল্যাণ্ডের পক্ষে ওই গোল করেছে জারমেন ডেফো। এইভাবে সি গ্রুপ থেকে ১৬টি দলের পর্বে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র আর ইংল্যাণ্ড।

এর আগে গ্রুপ এতে ১৬টি দলের খেলায় এগিয়েছে উরুগুয়ে – মেক্সিকো, গ্রুপ বি তে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া।

ওদিকে এবারের বিশ্বকাপে ফ্রান্সের অত্যন্ত হতাশাজনক ফলাফলে প্রথম রাউণ্ডেই বিদায়ের কারণ খতিয়ে দেখার জন্য স্বয়ং প্রেসিডেন্ট সারকোজি, প্রধানমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হচ্ছেন।

গ্রুপ ডির ম্যাচে জার্মানি ১ – ০ গোলে এবং অস্ট্রেলিয়া সার্বিয়াকে ২ – ১ গোলে হারিয়ে পরবর্তি পর্বে এগিয়ে গেল।

XS
SM
MD
LG