অ্যাকসেসিবিলিটি লিংক

এইচ১বি ভিসার নীতি বদলের আগে যুক্তরাষ্ট্র সরকারকে সামঞ্জস্যপূর্ণ কৌশল নেওয়ার আহবান ভারতের


যুক্তরাষ্ট্রের এইচ১বি ভিসায় আসন্ন বদল নিয়ে ভারত সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধিদের কাছে নিজের উদ্বেগ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এই ভারতীয় পেশাদারদের যথেষ্ট অবদান রয়েছে। এবং ভারতীয় সংস্থাগুলিতে কর্মরত অন্তত ৪ লক্ষ যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই এই ভিসা নিয়ে কেবল ভারতীয়রাই উপকৃত, এ ধারণা ঠিক নয়। কাজেই ভিসা নীতি বদলের আগে যুক্তরাষ্ট্র সরকার যেন একটা দীর্ঘমেয়াদী ও সামঞ্জস্যপূর্ণ কৌশল নেন।"

নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় পেশাদারেরা তো ৬ বছর বসবাসের ভিসা নিয়ে গিয়ে কাজ শেষে আবার স্বদেশে ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের সমাজে মিলেমিশে থাকেন শান্তিপ্রিয় ভারতীয়রা। এঁদের ভিসায় বিধিনিষেধ আনা যুক্তিযুক্ত হবে না। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG