অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিদেশ সফর


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামি কয়েক দিন মিউনিখ এবং ব্রাসেলস সফর করবেন। গত মাসে ক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। হোয়াইট হাউজের পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ এক উপদেষ্টা জানিয়েছেন, এই সফররে ভাইস প্রসিডেণ্টেকে সুযোগ করে দেবে আমেরিকার প্রেসিডেণ্ট ডনাল্ড ট্রামের পক্ষ থেকে আমাদের মিত্র দেশ এবং আমাদের শরিকানা দেশগুলোকে আশ্বস্ত করা এবং আন্ত: অতলান্তিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে অগ্রাধিকার দেয় সেটা তুলে ধরা। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে আজ ভাইস প্রসিডেন্ট পেন্স ভাষণ দেন।

ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের সংগে শুক্রবার বৈঠকের পর আমেরিকার মিত্ররা জানিয়েছেন যে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে আমেরিকা যে সমর্থন দেবে যে বিষয়ে তারা উতসাহিত বোধ করছেন।

পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন জার্মানীর বনে জি-২০সম্মেলনে যোগ দিচ্ছেন। এটাই তাঁর প্রথম কোন উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে যোগদান।

এরই মধ্যে তিনি ডজন খানের পশ্চিমা দেশ এবং আরব দেশগুলো প্রতিনিধিদের সংগে আলাপ আলোচনা করেছেন।

XS
SM
MD
LG