অ্যাকসেসিবিলিটি লিংক

VOA 60


VOA 60
please wait
Embed

No media source currently available

0:00 0:01:15 0:00

যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ন খবর নিয়ে VOA60তে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আমি সেলিম হোসেন। প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের সঙ্গে আন্ত প্রশান্তমহাসিগরীয় শরীকানা চুক্তি বা Trans-Pacific Partnership, or TPP স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে প্রায় ১৮ হাজার পন্যের শুল্ক কমবে। তবে এই চুক্তি কংগ্রেস কতৃক অনুমোদন লাগবে। সাউথ ক্যারোলাইনায় ঐতিহাসিক বন্যায় ১০ জনের প্রানহানি ঘটেছে; শত শত বাধ ও সেতু ভেঙ্গে গেছে; বন্ধ হয়ে গেছে অসংখ্য রাস্তা। আর্থিক ক্ষতি হয়েছ প্রায় ১০০ কোটি ডলার। কতৃপক্ষ উদ্ধার অভিযান চালু রেখেছে। ফিনিক্স থেক বষ্টন যাবার সময় এ্যামেরিকান এয়ারলাইন্সের পাইলট মাইকেল জনষ্টন মারা গেছেন। সহকারী পাইলট বিমানটিকে নিরাপদে সিরাকসে নিতে সমর্থ হন। ময়না তদন্ত রিপোর্টে দেখা গেছে জনষ্টনের মৃত্যুর কারণ প্রকৃতিক। সুপ্রিয় দর্শক, এই ছিল VOA60তে আজকের খবরগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

XS
SM
MD
LG