অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়েস অফ এ্যামেরিকার কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট


ভারত ও বাংলাদেশের মধ্যে ছিট মহল বিনিময় বিল সংসদে পাশ করানোর জন্য সংবিধান সংশোধন করতে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পেতে হলে দরকার কংগ্রেসের সমরথন। কিন্তু বিলের আওতা থেকে অসম রাজ্যকে বাদ দিলে কংগ্রেসও বিলটি পাশ করাতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। বিজেপি-র মনে হয়েছিল, অসমকে আপাতত বাদ রাখলে ২০১৬-য় অসমের বিধান সভা নিরবাচনে দলের সুবিধে হবে। কংগ্রেস সভানেত্রী, সনিয়া গান্ধীর যুক্তি, বিজেপি-র সুবিধে করে দিতে অসমকে বাদ দিতে রাজি হবেন কেন? বিলটি আগামী মংগলবার সংসদের রাজ্য সভায় বিলটি পেশ করবার কথা হয়েছিল। কিন্তু কংগ্রেসে আপত্তির কথা জেনে বিলটি প্রত্যাহার করে নিল সরকার। আবার কবে সব দল এক মত হয়ে বিলটি সংসদে আসবে, তা কেউ জানে না।গৌতম গুপ্তের রিপোর্ট:

সারা বিশ্বে ম্যালেরিয়া রোগের প্রকোপ কমছে। এ ক্ষেত্রে ভারত ভালো কাজ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোলকাতা থেকে পরমাশীষ ঘোষ রায়ের প্রতিবেদন।

XS
SM
MD
LG