অ্যাকসেসিবিলিটি লিংক

VOA60 October 14 2015


VOA60 October 14 2015
please wait

No media source currently available

0:00 0:01:11 0:00

২০১৬ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়ে গেল লাস ভেগাসে। বিতর্কে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে হিলারী ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স ছিলেন সবচেয়ে সরব। মার্টিন ও মালি জিম ওয়েব এবং লিংকন চ্যাফি ছিলেন খানিকটা যেনো কোনঠাসা। বিতর্কের মূল চারটি বিষয় ছিল অস্ত্র নিয়ন্ত্রণ, পররাআষ্ট্র নীতি, অর্থনৈতিক বিষয়াবলী এবং কলেজে লেখাপড়ার খরচ। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এখনো তার প্রার্থীতা ঘোষণা করেন নি এবং তিনি বিতর্কে অনুপস্থিত ছিলেন। নাশভিলে ইউনিভার্সিটি অব নাশভিলের কাছে এক হাউজ পার্টিতে তিনজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। মাথায় গুলিবিদ্ধ হওয়া একজনের শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক এবং বাকী দুইজন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত করছেন।

XS
SM
MD
LG