অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে


নাইজেরিয়ার জাতীয় নির্বাচনের জন্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। বোকো হারাম বিদ্রোহের কারণে এই নির্বাচন ছয় সপ্তাহ বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে। মনে করা হচ্ছে এই নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ফলাফল পেতে কিংবা এ সম্পর্কে আঁচ অনুমান করতে বেশ খানিকটা সময় লাগবে। নির্বাচন পুর্ব জরিপে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট গুডলাক জোনাথান এবং তার প্রতিদ্বন্দ্বি নাইজেরিয়ার প্রাক্তন সামরিক শাসক জেনারেল মোহাম্মাদু বুহারির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

নাইজেরিয়ার সময়ে শনিবার অপরাহ্নে এই ভোট গ্রহণ শুরু হয় । বিদ্রোহীরা কোন কোন অঞ্চলে ভোট গ্রহণে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে। গম্বো রাজ্যের বিড়ি গ্রামের বাশিন্দারা ভয়েস অফ আমেরিকাকে জানান যে সেখানে দু জনকে হত্যা করা হয়েছে।

দক্ষিণের ওগুই শহরে , পুলিশ বলেছে যে একটি ভোট কেন্দ্রের পেছনে গাড়ি বোমা বিস্ফোরতি হয়েছে তবে কারও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ভোট গ্রহণের জিনিষপত্র দেরিতে পৌছুনোতে এবং ভোটদাতাদের সনাক্ত করণ প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা দেওয়ায় ভোট গ্রহণ দেরিতে শুরু হয়।

XS
SM
MD
LG