অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ায়েল আব্বাস এর বিশ্লেষণ মিশর পরিস্থিতির উপর


J
J

কায়রোর তাহরির স্কোয়ারে লাগাতার আঠারো দিনের প্রতিবাদ বিক্ষোভের পর প্রেসিডেন্ট হোসনে মোবারক পদত্যাগ করেন , প্রতিরক্ষামন্ত্রী হুসেইন তেনতাওয়ির নেতৃত্বাধীন সামরিক পরিষদের নজরদারিতে তত্বাবধায়ক সরকার দেশের শাসন পরিচালনার দায়িত্ব হাতে নেয় , সংসদ বিলুপ্ত করে এবং সংবিধান স্থগিত করে ঘোষনা জারি করা হয়, সেপ্টেম্বরে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রূতি ব্যক্ত করা হয় । তাহরীর স্কয়ার থেকে প্রতিবাদিদের হটিয়ে দেওয়া হয় । ওয়ায়েল আব্বাস একজন প্রথম সারির বিক্ষোভকারী । ফ্রিলান্স সাংবাদিক , সংবাদ সংস্থার রিপোর্টার , ইন্টারনেট ব্লগার ওয়ায়েল আব্বাস, ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে সার্বিক রদবদলের ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করেও বলেন –সবাই এখন প্রতীক্ষা করে রয়েছে , সেপ্টেম্বরে অবাধ-সুষ্ঠু নির্বাচন হয় কিনা , গণতন্ত্র কায়েম হয় কিনা তা দেখার জন্যে ।

XS
SM
MD
LG