অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন


Bangladesh Education
Bangladesh Education

দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যসহ অন্যান্য কার্যক্রম দেখতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোববার দুই দিনের এক সফরে ঢাকা পৌঁছেছেন। প্রায় এক দশক পর এটাই হচ্ছে বিশ্ব ব্যাংকের কোনও প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে। তাঁর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করবেন কিম। এ ছাড়া কিম সুশীল সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পরিদর্শন করবেন বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত কিছু প্রকল্প। এই সফরকালে দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এ সফরেরে মধ্য দিয়ে পদ্মা সেতু নিয়ে দুপক্ষের মধ্যে যে বৈরী সম্পর্কের সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটবে বলে বিশ্লেষকরা আশা করছেন।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:35 0:00

XS
SM
MD
LG