অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে চলতি বিধান সভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলায় হামলার ঘটনা ঘটছে


পশ্চিমবঙ্গে চলতি বিধান সভা নির্বাচনে ষষ্ঠ দিনের ভোটপর্ব মিটতেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় হামলার ঘটনা ঘটছে। হামলাকারীদের হাত থেকে রেহাই মেলেনি শিশু এবং মহিলাদেরও। বাড়িতে ঢুকে ভাঙচুরও চালানো হয়েছে। ভোট গণনার এখনও অনেক দিন বাকি। তারই মধ্যে যেভাবে ভোট পরবর্তী হামলা বেড়ে চলেছে, তাতে নির্বাচন কমিশনও উদ্বিগ্ন। রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডির কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তলব করেছে তারা। এই ইস্যুতে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নেতৃত্বে প্রতিবাদ মিছিল কংগ্রেস অফিস বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত যায় কংগ্রেসের এক প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে অবিলম্বে ভোট পরবর্তী হিংসা বন্ধ করার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। রাজ্য বিজেপির এক প্রতিনিধিদলও একই দাবিতে সেখানে যায়। সিপিএমের কলকাতা জেলা কমিটির এক প্রতিনিধিদল লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের কাছে হামলার ঘটনাগুলি বিস্তারিতভাবে জানিয়ে স্মারকলিপি জমা দেয়।

সরাসরি লিংক


XS
SM
MD
LG